নড়াইলে ১৬দলের খান শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

    0
    284

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১৬ দলের মরহুম খান শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের দি পাটনা একাডেমী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪-২ গোলে সরসপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাসিয়াল সবুজ সংঘ।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ এবং রানারআপ দলকে এল.ই.ডি টেলিভিশন প্রদান করেন। বাংলাদেশ পুলিশ বিভাগের অতিরিক্ত ডি.আই.জি এবং দি পাটনা একাডেমীর সভাপতি মোল্যা নজরুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব রথিন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ নৌ পুলিশ-এর পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ, সিআইডি বিভাগের পুলিশ সুপার আনিচুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, সার্কেল এএসপি (কালিয়া) রিপন চন্দ্র সরকার, সাব রেজিষ্ট্রার, যশোর রিপন মুন্সি প্রমুখ।

    জানা গেছে, খাসিয়াল ইউনিয়নবাসীর আয়োজনে মরহুম খান শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ক্লাবের ১৬টি ফুটবল দল অংশগ্রহন করে। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।