নড়াইলে ১৫ হাজার কৃষক বিনামূল্যে হাইব্রিড বোরো বীজ পাবে

    0
    332

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর,নড়াইলের আয়োজনে ২০১৯২০ অর্থ বছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় নির্বাচিত ক্ষদ্র প্রান্তিক কৃষক   কৃষানীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বারো ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা

    সদর উপজেলায় হাজার জন কৃষকের মাঝে প্রতিজনকে কেজি করে মোট ১২হাজার কেজি  হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে জেলায় মোট ১৫ হাজার কৃষককে ৩০ হাজার কেজি হাইব্রীড বীজ ধান দেয়া হবে।

    কৃষি সম্প্রসারন অধিদপ্তর ,নড়াইলের উপপরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে সদও উপজেলঅ নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদও উপজেলা সহকারি কমিশনার (মি) কৃষ্ণা রায়,সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এরামুল কবির টুকু, কৃষি সম্প্রসারন বিভারে কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ সময় উপস্থিত ছিলেন।