নড়াইলে হামলার প্রতিবাদে অভ্যন্তরীন সড়কে বাস চলাচল বন্ধ

    0
    285

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০১আগস্ট,নড়াইল প্রতিনিধিঃনড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির ক্রীড়া সম্পাদক রশিদ আহম্মেদ ও যশোর-নড়াইল সড়কের লাইন সেক্রেটারি বাবুল মোল্যার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়াইলের অভ্যন্তরীন সড়কগুলোতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সোমবার দুপুরে নড়াইল-লক্ষীপাশা সড়কের মালিবাগ এলাকায় সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভতির্ করা হয়েছে।

    বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাজী জহিরুল হক বলেন, যশোর মালিক সমিতির নেতাদের সাথে কথা বলার জন্য আমিসহ ৩ জন সোমবার দুপুরে নড়াইল-লক্ষীপাশা সড়কের মালিবাগ এলাকায় যায়। তাদের সাথে কথা পর পরই সীমাখালী এলাকার ৮/১০ জন সড়কে ইঞ্জিন চালিত (জেএসএ) চলাচলে বাধা দেওয়ার অভিযোগ এনে আমাদের উপর হামলা চালিয়ে গুরুতর যখম করে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম বলেন হামলার  ঘটনার প্রতিবাদে জেলার অভ্যন্তরীন সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।