নড়াইলে স্বাবলম্বী’র উদ্যোগে ৩দিনব্যাপি আইটি বিষয়ক প্রশিক্ষণ

    0
    189

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭নভেম্বর,নড়াইল প্রতিনিধি: নড়াইলে স্বাবলম্বী’র উদ্যোগে ৩দিনব্যাপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক (আইটি) প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার  স্বাবলম্বী প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বা পরিষদের সদস্য স্বপ্না রায়, সমন্বয়কারী বিধান চন্দ্র গোলদার, সহযোগি সমন্বয়কারী সৌরভ গোলদার, সহযোগি সমন্বয়কারী গৌতম ঘোষ  প্রমুখ। প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন স্বাবলম্বী-আইটি কর্মসূচির সমন্বয়ক মো: মাসুম বিল্লাহ।

    জানাগেছে, এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ যেসব বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন এবং ব্যক্তি জীবনে তা কাজে লাগাতে পারবে তারমধ্যে উল্লেখ্যযোগ্য হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, আউটসোর্সিং, ওয়েব পেইজ কি? ইলেকট্রনিক ফান্ড  ট্রান্সফার কি? স্যাট‌েলাইট কি? স্কাইপি‌ কি? সাইবার ক্রাইম কি? ভিডিও কনফারেন্সিং কি? বুলেটিন বোর্ড কি? এক্সপার্ট সিস্টেম কি? ফটোসপ, একাউন্ট খোলা, পত্রপ্রেরণ ও গ্রহণ, ফেসবুকের কাজ কি? স্মার্টহোম কি? ইমেইল কি ও তার ব্যবহারসহ প্রভৃতি।

    ৩দিনব্যাপি এ প্রশিক্ষণ শেষ হবে আগামি শুক্রবার। প্রশিক্ষণে ১৫জন অংশগ্রহণকারী নেয়।