নড়াইলে স্বাবলম্বী’র উদ্যোগে আইটি প্রশিক্ষণ সম্পন্ন

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯নভেম্বর,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্বাবলম্বী’র উদ্যোগে ৩দিনব্যাপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক (আইটি) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বুধবার স্বাবলম্বী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণটি শুরু হয়ে শুক্রবার শেষ হয় ।

    প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী সমন্বয়কারী বিধান চন্দ্র গোলদার, সহযোগি সমন্বয়কারী সৌরভ গোলদার, সহযোগি সমন্বয়কারী গৌতম ঘোষ প্রমুখ।

    প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন স্বাবলম্বী-আইটি কর্মসূচির সমন্বয়ক মো: মাসুম বিল্লাহ।

    জানাগেছে, এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীগণ যেসব বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন এবং ব্যক্তি জীবনে তা কাজে লাগাতে সক্ষম হবে সেগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, আউটসোর্সিং, ওয়েব পেইজ, ইলেকট্রনিক ফান্ড  ট্রান্সফার, স্যাট‌েলাইট,  স্কাইপি‌, সাইবার ক্রাইম, ভিডিও কনফারেন্সিং, বুলেটিন বোর্ড, ফটোসপ, ইমেইল, ফেসবুক একাউন্ট খোলা, ইমেইলে পত্রপ্রেরণ ও গ্রহণ, ফেসবুক ব্যববহার প্রভৃতি।