নড়াইলে সাইকেল আরোহীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার

    0
    244

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে ডিবি পুলিশ এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে । শুক্রবার (৩১ আগষ্ট) সকাল ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।

    নড়াইল ডিবি পুলিশের ওসি মোঃ আশিকুর রহমান জানান, নড়াইল-যশোর সড়কে নিয়মিত চেকপোষ্টের অংশ হিসেবে শুক্রবার সীতারামপুর ব্রীজ এলাকায় একটি মোটর সাইকেলের আরোহীকে তল্লাশি করা হয়। এসময় তার মোটর সাইকেলে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই মোটর সাইকেল আরোহীর কাছে একটি ফলের ব্যাগ ও একটি কাপড়ের ব্যাগ ছিল। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।

    আটক ইয়াকুব মোল্যা ওরফে বাবুল (২৮) নড়াইল সদর উপজেলার চন্ডিবরপরপুর ইউনিয়নের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী মিনা বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে।

    আটক বাবুল জানায়, বসুন্দিয়া মোড় থেকে ফেনসিডিল নিয়ে লোহাগড়ায় নিয়ে যাচ্ছিলো।

    পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, মাদক নিয়ন্ত্রণে নড়াইল-যশোর সড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ডিবি পুলিশের তল্লাশি চলাকালীন এ ফেনসিডিল উদ্ধার করা হয়।