নড়াইলে সন্ত্রাস,জঙ্গীবাদ,সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল বিষয়ক

    0
    272

    সচেতনতা এবং কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে “ সন্ত্রাস ও জঙ্গীবাদ,সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল বিষয়ক সচেতনতা এবং কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার রাতে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগী কমিশনার ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার ।
    জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন,অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার,গনপূর্ত বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজ, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
    সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ,সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল বিষয়ে এবং কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কি কি করনীয় এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারের দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।
    সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।