নড়াইলে সনাতন ধর্মের গঙ্গা দেবির পূজাঁ ও পবিত্র গঙ্গাস্নান

    0
    293

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সনাতন ধর্মের গঙ্গা দেবির পূজাঁ ও পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইলের চিত্রা নদীর পাড়ে অবস্থিত চরেঘাট পূজাঁ মন্দিরে ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানে এ পূজাঁ ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গঙ্গা পূজাঁ, নামকীর্ত্তন প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    জ্যৈাষ্ঠ মাসের শুক্লা পক্ষের দশমীর পূর্ন তিথিতে সনাতন ধর্মেও নারী-পুরুষ গঙ্গাদেবির   পূজাঁ করে পাপ মোচনের আশায় গঙ্গায় স্নান করে। এ জন্য সকাল থেকে নড়াইলের চরেরঘাট ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে ও

    সনাতন ধর্মের নারী–পুরুষদের পাপ মোচনের আশায় গঙ্গাস্নান করতে দেখা যায়।