সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

    0
    289

    নড়াইল প্রতিনিধি: শারদীয়   দূর্গাপূজাঁয় ০৩ (তিন ) দিনের সরকারি ছুটি সহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে নড়াইলে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলযশোর সড়কে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ , নড়াইল শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, নড়াইল শাখার সভাপতি অনিমেশ বিশ্বাসের সভাপতিত্বে  মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ, নড়াইলের সভাপতি অশোক কুমার কুন্ডু,সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক নিখিল সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু,বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, নড়াইল শাখার সাধারন সম্পাদক মিঠুন ভদ্র ,মুখপাত্র রাজীব বিশ্বাসসহ  অনেকে। 

    বক্তরা বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ৎসব শারদীয় দূর্গা পূজাঁ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকলেও পূজাঁয় সরকারি ছুটি মাত্র ১দিন, এর ফলে চাকুরি জীবিরা পূজাঁর সময় বাড়ী আসতে পারে না,ঠিকমত  পূজাঁয় অংশ নিতে পারে না। কারণে মানবন্ধনে বক্তারা সরকারি ছুটি দিনের পরিবর্তে ৩দিন করাসহ সংখ্যালঘুদের  জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য দাবি জানান  এবং ব্যাপারে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আশু হস্তক্ষেপ কামনা করেন