নড়াইলে সংখ্যালঘুদের স্বজন সমাবেশ ও জেলা সম্মেলন অনুষ্ঠিত

    0
    220

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৬জুন,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে সংখ্যালঘুদের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে স্বজন সমাবেশ ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে মাইনরিটি রাইটস ফোরাম ,নড়াইল জেলা কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতথি ছিলেন খুলনা বিভাগীয় কর কমিশনার ( অ্যাপিল ) প্রশান্ত কুমার রায়।

    সংগঠনের আহবায়ক সমরেশ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে মাইনরিটি রাইটস ফোরাম ,বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান মানস কুমার মিত্র, সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধাক্ষ প্রফেসর বরুন কুমার বিশ্বাস, মাইনরিটি রাইটস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল সিকদার, মাইনরিটি রাইটস ফোরামের সম্পাদক এ্যাডঃ উৎপল কুমার বিশ্বাস, কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নীরদ বরন মজুমদার, বাংলাদেশ মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি মতুয়াচার্য সুব্রত ঠাকুর, মাইনরিটি রাইটস ফোরাম ,নড়াইল জেলা শাখার সদস্য সচিব পরিতোষ কুমার গোশ্বামীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সংখ্যালঘুদের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে জেলা কমিটি গঠিত হয়।