নড়াইলে শুরু হয়েছে ৪দিন ব্যাপী আয়কর মেলা ২০১৭

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪নভেম্বর,নড়াইল প্রতিনিধি:“উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বর্নিভর ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে শুরু হয়েছে ৪দিন ব্যাপী (৪-৭ নভেম্বর) আয়কর মেলা ২০১৭। শনিবার ৪ নভেম্বর সকাল ১১ টায় নড়াইল উপকর কমিশনারের কার্যালয়,সার্কেল-১৫, নড়াইল,কর অ ল-খুলনা এর আয়োজনে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান।

    যুগ্ম কর কমিশনার,পরিদর্শী রেঞ্জ-২,কর অ ল-খুলনা গনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী , পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সহকারি কর- কমিশনার, সার্কেল-১৫, নড়াইল,কর অ ল-খুলনা মোঃ আমিনুল হক, চেম্বার অব কমার্স নড়াইলের সভাপতি মোঃ হাসানুজ্জামান, আয়কর আইনজীবি সমিতির সভাপতি শরীফ হুমায়ুন করীর, শেরা করদাতা, সার্কেল-১৫,নড়াইল মোঃ ওহাহিদুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও আকর উপদেষ্টা বেগম রওশান আরা কবির লিলি, আয়কর অফিসের কর্মকর্তা-কর্মচারি, আইকর আইনজীবি, উপদেষ্টাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এ মেলায় মোট ৮টি ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ০৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ মেলা চলবে। আইকরের টিন নাম্বার খোলা, রির্টান জমা প্রদানসহ আয়কর বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।