নড়াইলে শীতের সকালে গুড়ি গুড়ি বৃষ্টি

    0
    247

    আমারসিলেট24ডটকম,৩১ডিসেম্বরঃ নড়াইলে শীতের সকালে কুয়াশা ভেদ করে বৃষ্টি হয়েছে। সকাল ৯ টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকে। চলে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত। বৃষ্টি কমলেও আকাশ মেধে ডাকা রয়েছে। বর্ষার শেষে এই প্রথম নড়াইলে বৃষ্টির দেখা মিলল। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে কুয়াশা কেটে গেলেও শীতের প্রকোপ বেড়ে যায়।

    জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো আমিনুল হক জানান, এ সময়ের বৃষ্টিতে বোরো বীজতলার জন্য ভালো হলেও আলু,রবি শস্যের, বিশেষ করে যে সব ফসলের ফুল আসছে সে সব ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে। পাশাপাশি ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়ে যাবে।