নড়াইলে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ-সুুন্দরভাবে সম্পন্ন করতে সভা

    0
    237

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,৩০সেপ্টেম্বর,নড়াইল  প্রতিনিধিঃনড়াইলে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও সুুন্দরভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল কেন্দ্রীয় টাউন কালিবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ ।

    সভায় জানানো হয়,  এবছর নড়াইল জেলায় ৫৭৫টি পূজা মন্ডপে শারদীয় উৎব অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও আনসারের পাশাপাশি স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করবে।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যাান মোঃ মনিরুল ইসলাম,পৌর মেয়র মোঃ জাহাঙ্গির হোসেন বিশ্বাসসহ পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ।