নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী

    0
    241

    নড়াইল প্রতিনিধি: মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী  মাদক বিরোধী প্রচারনা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন জেলা মাদক দ্রব্য নিংন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা  উত্তোলন ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সময়  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর. নড়াইলের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলঅ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ,পরিদর্শক বিদ্যু বিহারী নাগ, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক সহ অনেকে  উপস্থিত ছিলেন। 

    সপ্তাহব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে   অবৈধ মাদক বিক্রেতা চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ অভিযানবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, কর্মসুচির উদ্বোধন, মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুম্মার নামাজের খুতবার পূর্বে মাদক বিরোধী লিফলেট বিতরণশিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা সভা শপথ বাক্য পাঠ মাদক বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন।