নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেমিনারে অনুষ্ঠিত

    0
    473

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪এপ্রিল,নড়াইল প্রতিনিধি:নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে পাওয়ার পয়েন্টে ভূমি সেবা বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ (উপ-সচিব) ।
    সেমিনারে জেলা পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বিশ্বাস, ডিডিএলজি মো: সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম ,সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আজিম উদ্দিন রুবেল, অ্যাডঃ হেমায়েতউল্লাহ হিরু, চেম্বর অব কমার্সের সভাপতি মো: হাসানুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
    সেমিনারে জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী জানান, নড়াইলে মোট খাস জমির পরিমান রয়েছে ৯ হাজার ১০২ একর। এরমধ্যে কৃষি খাস ২ হাজার ৩১১ একর এবং অকৃষি খাস রয়েছে ৬ হাজার ৭৯১ একর। এ বছর ভূমি কর শতভাগ আদায় করা হয়েছে। শুধূ বন্ধবস্ত জমির লীজ মানি আদায় হয়েছে ২০ ভাগ।
    সেমিনার শেষে জেলায় ভূমি সেবায় বিশেষ অবদান রাখার জন্য ভূমি সহকারি কর্মকর্তা, অফিস সহকারিদের পুরস্কৃত করা হয়।