নড়াইলে ভিডিও কনফারেন্সে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

    0
    281

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন।

    এসময় নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী।

    আরও উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকীসহ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের কর্মকর্তা,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,সাংবাদিক, আইনজীবি,শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

    নড়াইল পৌর এলাকার দূর্গাপুরে ২ একর জমি নিয়ে প্রায় ২৩ কোটি ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মান করা হয়। গণপূতর্ অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করে।

    জানা গেছে, এই প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, ডাইং প্রিন্টিং এ্যান্ড ব্লক বাটিক, অটৈামেকানিক্স উইথ ড্রাইভিং, শাটারিং, রড বাইন্ডিং, ইংরেজী ভাষা শিক্ষা কোর্স ম্যাশন কোর্সে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।