নড়াইলে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষন

    0
    436

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জানুয়ারী,নড়াইল প্রতিনিধি:    নড়াইলে স্থানীয় চাহিদা ভিত্তিক দুঃস্থ ও অসহায় মহিলাদের ( ভিক্ষুক)ভ্রাম্যমান কাগজের প্যাকেট তৈরীর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মাইজপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয়র সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
    মোট ২১ জনকে এ প্রশক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে প্রত্যেককে ২৪ টি করে খাতা বিক্রয়ের জন্য প্রদান করা হয় এবং নগত একশত করে টাকা প্রদান করা হয়।