নড়াইলে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

    0
    258

    বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

    নড়াইল প্রতিনিধি:  বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০% কর্তনের আদেশের প্রতিবাদে নড়াইলে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
    মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে নড়াইল চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের জন্য ১০% কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, শিক্ষক নেতা আব্দুর রশীদ, রবীন্দ্রনাথ মন্ডল সহ অনেকে। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    এছাড়া দাবি বাস্তবায়নে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) মোঃ আবু রিয়াদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
    কর্মসূচিতে বিভিন্ন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।