নড়াইলে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0
    385

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯সেপ্টেম্বর,নড়াইল প্রতিনিধি: বিশ্ব বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চিত্রা নদীতে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের রুপগঞ্জ বাজার খেয়াঘাট থেকে শুরু হয়ে রুপগঞ্জ বাধাঁঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতায় বড় গ্রপে ১৮ এবং ছোট গ্রুপে ১৬ জন মোট ২টি গ্রুপে ৩৪জন সাতারু অংশগ্রহন করেন।

    প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এ সময় জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ- সভাপতি আইয়ুব খান বুলু, সহ -সাধারন সম্পাদক কৃষ্ণপদ দাস, সাঁতার পরিষদের সম্পাদক শেখ শাহারিয়ার পারভেজ উজ্জল সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    এ প্রতিযোগীতায় বড় গ্রুপে প্রথম হয়েছে মোঃ ওসমান , দ্বিতীয় হয়েছে মোঃ আজিজুল ইসলাম ও তৃতীয় হয়েছে আদর এবং ছোট গ্রুপে প্রথম হয়েছে মোঃ নাহিদ হাসান, দ্বিতীয় হয়েছে- এরশাদ সিকদার ও তৃতীয় হয়েছে শুভরুল ইসলাম।