নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

    0
    242

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ মার্চ,নড়াইল প্রতিনিধি:নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বেসরকারী উন্নয়ন সংগঠন নের্বালি অর্গানাইজেশন ফর ভলান্টারী এ্যাকটিভিটিস’র (নোভা) আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম জাফরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নোভা’র নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমীন।

    প্রশিক্ষণ কর্মশালা শেষে ৬০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ক্রাচ, সাদাছড়ি, ছাগল, হাস-মুরগী, শিক্ষা উপকরণ ও  ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়।

    অনুষ্ঠানে নোভার নির্বাহী কমিটির সদস্যসহ দুইশতাধিক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।