নড়াইলে প্রকৃত কৃষক থেকে আমন ধান সংগ্রহ অভিযান

    0
    229

    নড়াইল প্রতিনিধি: প্রকৃত কৃষকদের থেকে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন বুধবার নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। সদরের মাইজপাড়া ইউনিয়নের গোহাট চত্বরে জেলা খাদ্য বিভাগ,নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।
    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান,সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষকগণ ও খাদ্য বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
    জেলার প্রকৃত কৃষকদের থেকে ২৬ টাকা দরে এ বছর মোট ৪০৩৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৭৫ মেঃ টন, লোহাগড়া উপজেলায় ১০৬৩ মেঃ টন ও কালিয়া উপজেলায় ৯৯৯ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।
    এ সংগ্রহ অভিযান চলবে ২০ নভেম্বর ২০১৯ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০০০ পর্যন্ত।