নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত-১,আহত-১০

    0
    217

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মে,নড়াইল  প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন (৪৬) নিহত এবং দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
    এলাকাবাসী সূত্রে জানাগেছে, ২৩ মে অনুষ্ঠিত পেড়লী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পেড়লী গ্রামের বর্তমান চেয়ারমান আনিচুর রহমান বাবু আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে কাজ করেন। গ্রামের অপর একটি পক্ষের নেতা সাবেক ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যার পক্ষে কাজ করেন।  নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা জয়লাভ করেন এবং নৌকা সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হোরে যান।  এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুপক্ষ ঢাল সড়কি সহ দেশীয় অস্ত্রসস্ত্রাদি নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মোফাজ্জেল মারা যান।
    কালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুল গণি মিয়া জানান,   পূর্ব শ্রত্রুতার জেরে  এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।