নড়াইলে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষন উদ্বোধন

    0
    257

    নড়াইল প্রতিনিধিঃ আগামি ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ৩য় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সদর উপজেলার ২ দিন ব্যাপী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাচন অফিস, নড়াইল এর আয়োজনে এ
    প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।
    অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম,,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার) , জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জেলা ও উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তাগণ, প্রশিক্ষনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

    ১ম দিনে ৯১ জন প্রিজাইডিং ও ৫৪৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং অতিরিক্ত ৩২ জনসহ মোট ৬৭২ জন প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং এবং ২ দিনে ১১৫৩ জন পোলিং অফিসারকে প্রশিক্ষন প্রদান করা হবে।

    এ প্রশিক্ষনে নির্বাচনী আইন ও আচরন বিধি,ভোট গ্রহনের পদ্ধতিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।