নড়াইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনে বাজার মনিটরিং

    0
    264

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনের লক্ষ্যে জেলা প্রশাসন পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে । মঙ্গলবার শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে এ মনিটরিং চালানো হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং প্রাথমিকভাবে ব্যবসায়ীদের দ্রব্যের মূল্য অতিরিক্ত না নেওয়ার জন্য সতর্ক করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্য মুল্যের বাজার নিয়ন্ত্রন রাখতে ব্যাবসায়িদের অনুরোধ জানানো হয় এবং দ্রব্যমূল্যের বাজার কেউ অস্থিতিশীল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।
    এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন ,চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, রুপগঞ্জ বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি মোঃ রজিবুল বিশ্বাস,সাধারন সম্পাদক শন্তু ঘোষসহ বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ,সাংবাদিক,ব্যসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।