নড়াইলে নানা কর্মসূচীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

    0
    231

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৮অক্টোবর,নড়াইল প্রতিনিধিঃনানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
    জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে শিশু একাডেমি চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক  এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, সহকারী পুলিশ সুপার (সদর/সার্কেল) এসএম কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, নারী নেত্রী আঞ্জুমানআরা, রওশনআরা কবির লিলি, জেলা এনসিটিএফ এর সভাপতি সুরাইয়া শ্রাবণী প্রমুখ।
    বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম ষড়যন্ত্রে ছোট্ট শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা নিহত হলেও শিশু রাসেলের আদর্শ বেঁচে আছে সকল শিশুদের অন্তরে। রাসেলের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।
    অনুষ্ঠানে শিশু ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।