নড়াইলে ‘নদ-নদী দখল,দূষন ও অন্যান্য অপব্যাবহার প্রতিরোধ ও নদী রক্ষা” শীর্ষক কর্মশালা

0
534
নড়াইলে 'নদ-নদী দখল,দূষন ও অন্যান্য অপব্যাবহার প্রতিরোধ ও নদী রক্ষা” শীর্ষক কর্মশালা


সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে “নদ-নদী দখল,দূষন ও অন্যান্য অপব্যাবহার প্রতিরোধ ও নদী রক্ষা” শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৯ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদীরক্ষা কমিশন ও জেলা নদী রক্ষা কমিটি, নড়াইল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন জাতীয় নদীরক্ষা কমিশন এর ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, এর পরিচালক ও যুগ্ম সচিব ইকরামুল হক।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের এর সভাপতিত্বে জেলা পরিষদের সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধিসহ ,ইমাম,পুরোহিত, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ ৬০ জন এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
নদ-নদী দখল,দূষন ও অন্যান্য অপব্যাবহার প্রতিরোধ ও নদী রক্ষায় কি কি করনীয় সে বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।