নড়াইলে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত

    0
    211

    নড়াইল  প্রতিনিধি: নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় জন লোহাগড়া উপজেলায় জন রয়েছে।  এক জনের বাড়ি পৌর এলাকার আলাদাৎপুরে এবং ৩জনের বাড়ি লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

    আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানানআক্রান্তদের মধ্যে একজন হলেন সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জার শ্বাশুড়ী, পৌর এলাকার আলাদাৎপুরের হোসনে আরা সিরাজ। তার করোনার রির্পোটটি গতকাল সোমবার মৌখিক ভাবে পাওয়া গিয়েছিলে, আজ মঙ্গলবার অফিসিয়ালি পাওয়া গেছে। তিনি নিজ বাসায় আইসোলেশনে আসেন। বাকী জন লোহাড়ার উপজেলার বাসিন্দা। 

    সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে , নিয়ে জেলায় সর্বমোট জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্যসহ মোট ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কালিয়া উপজেলার চোরখালি গ্রামের বিশ্বজিত রায় (৫০) চৌধুরী  একই উপজেলার খাসিয়াল মসজিদের মোয়াজ্জিন মোঃ আলিম শেখ (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পর্যন্ত চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২৩ জন। এখন  পজেটিভ আছে ৪০ জন  

    জেলায় পর্যন্ত মোট ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৮৯৭ টি রির্পোট পাওয়া গেছে,বাতিল হয়েছে ৯৩টি।  ৫৪ টি নমুনা পেন্ডিং রয়েছে। জেলায় ১৭৭৬জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৭৬৫ জন। আইসুলেশনে রোগীর সংখ্যা ৪৩ জন।হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জন।