নড়াইলে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

    0
    295

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২১মার্চ,নড়াইল   প্রতিনিধি: জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ দলিত জন গোষ্ঠীর ৮ দফা দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার বেলা ১২ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে  বাংলাদেশ দলিত ও বি ত জনগোষ্ঠী অধিকার আন্দোলন,নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  সংগঠনের জেলা শাখার সভাপতি সুমন কুমার দাস,সহ –সভাপতি রবেন বিশ্বাস, সাধারন সম্পাদক বিরেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুকান্ত বিশ্বাস, জয়তু দাস, কোষাধ্যক্ষ উত্তম বিশ্বাসসহ অনেকে।

    বক্তরা অবিলম্বে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, দলিত জনগোষ্ঠীর সামাজিত নিরাপত্তা কর্মসূচি,দলিত ছাত্র-ছাত্রীদের সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা  প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রতর্বন,সরকারি চাকুরিতে কোটা ব্যাবস্থা প্রবর্তনসহ দলিত জন গোষ্ঠীর ৮ দফা দাবি আদায়ের জন্য সরকারের প্রতি আহবান জানান।