নড়াইলে দরিদ্র মেধাবি ছাত্রদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান

    0
    439

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জুলাই,নড়াইল  প্রতিনিধি:নড়াইলে দরিদ্র মেধাবি  ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বে-সরকারি স্বেচ্ছাসেবি সংগঠন দি- অপটিমিষ্ট এর আয়োজনে জেলা প্রশাসক  মোঃ এমাদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  এ সহায়তা প্রদান করেন।

    প্রতিষ্ঠানের সভাপতি বেগম রাবেয়া ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বার অব কমার্স, নড়াইলের সভাপতি মোঃ হাসানুজামান,  জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা  লিলি, আব্দল হাই সিটি কলেজের  শিক্ষক মলয় কুমার নন্দীসহ।

    এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  ৬ষ্ট শ্রেনীর ৪১ জন দরিদ্র মেধাবি  ছাত্র-ছাত্রীকে  প্রথম কিস্তির ৪ হাজার ৪ শত টাকা করে প্রদান করা হয়।  এই ৪১ জন ছাত্র- ছাত্রীকে বছরে মোট ৯ হাজার ৪ শত টাকা করে  এইচ এস সি পাশ করা পর্যন্ত প্রদান করা হবে।