নড়াইলে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড নিয়ে সংবাদ সম্মেলন

    0
    229

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ এর কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়ং বাংলার আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন

    জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: ইয়ারুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ মো: আলমগীর সিদ্দিকী,সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ এর পক্ষে মোসা: ফাহিমা খাতুন,অনুপ কুমার মন্ডল প্রমূখ।

    মত বিনিময় সভায় জানানো হয়,বাংলাদেশের তরুণ প্রজন্মের হাত ধরে একটি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিআরআই ২০১৪ সালের নভেম্বরে দেশের তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম,ইয়াং বাংলা প্রতিষ্ঠা করে।তরুণদের অনুপ্রাণিত করতে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৫সাল থেকে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরষ্কার প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের অক্টোবরে ৩য়বারের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়াং বাংলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।এ লক্ষ্যে নির্বাচিত ৩০টি জেলায় সংবাদ সম্মেলন,৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস অ্যাক্টিভেশন,৪টি জেলা,৪টি উপজেলা ও টাউন হলে অ্যাক্টিভেশন প্রোগামের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    এসব প্রোগামে ইয়াং বাংলার বিভিন্ন প্রোগামের প্রদর্শনী, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের প্রাক্তন অ্যাওয়ার্ডি এবং ২০১৮ সালের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদকারীদের বিভিন্ন অর্জনের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।চুড়ান্ত বিজয়ীদের হাতে বরাবরের মতো এবারও পুরষ্কার তুলে দিবেন প্রধান মন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

    অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য কমিউনিটি ডেভোলপমেন্ট,নারী উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মকান্ডকে প্রাধান্য দেয়া হবে।