নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,নড়াইল প্রতিনিধি: নড়াইলের ভওয়াখালী গ্রামে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকালে ভওয়াখালী গ্রামবাসীর আয়োজনে নড়াইল পৌরসভার ভওয়াখালী-বাহিরডাঙ্গার বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোর, নড়াইলসহ বিভিন্নস্থান থেকে ১৬ টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
    প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গারী গ্রামের মহর মোল্যাকে সেলাই মেশিন, দ্বিতীয়স্থান অধিকারী যশোরের বাঘারপাড়ার মোরাদ হোসেনকে বাইসাইকেল এবং তৃতীয়স্থান অধিকারী নড়াইল সদর উপজেলার নলদিরচরের ভক্ত বিশ্বাসসকে টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।
    ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন নড়াইল পৌরসভার ১নং প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস।
    এসময় সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। ঘোড় দৌড় উপলক্ষে দিনব্যাপী গ্রামীন মেলার আয়োজন করা হয়।