নড়াইলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরন

    0
    246

    নড়াইল প্রতিনিধি- নড়াইলে ২০১৯-২০ অর্থ বছরে রবি ও খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,নড়াইলের আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
    প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা কৃষকদের মাঝে এ উপকরন বিতরণ করেন।সদরে ১ হাজার জন সরিষা চাষির মাঝে প্রতিজনকে বীজ ১ কেজি, ডিএপি সার ২০কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। জেলায় মোট ৩ হাজার জন সরিষা চাষীর মাঝে মোট ৩ মেঃটন বীজ, ডিএপি সার ৬ মেঃটন এবং এমওপি সার ৩ মেঃটন বিতরণ করা হবে।
    সদর উপজেলা কৃষি কর্মকর্তার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশিক্ষন কর্মকর্তা অনুজ কুমার বিশ্বাস, এমপি-২ এর প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষক-কৃষানীগণ এ সময় উপস্থিত ছিলেন।