নড়াইলে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬মে,নড়াইল প্রতিনিধিঃনড়াইলে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে গাছ পালা, ঘরবাড়ি, মৌসুমী ফল এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক হাজার গাছের ডাল পালা ভেঙ্গে গেছে ও উপড়ে গেছে গাছ, কাঁচা ও আধা পাকা ঘর পড়ে গেছে, উঠতি বোরো ফসল এবং আম-লিচুর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

    জানা গেছে, শনিবার (৫ মে) সন্ধ্যায় ও রাত ২টার দিকে জেলার ওপর দিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হয়।

    এ ঝড়ে জেলার প্রায় প্রত্যেক গ্রামে হাজার হাজার গাছের গাল ভেঙ্গে যায় এবং গাছ উপড়ে পড়ে। কয়েক’শ কাঁচা ও আধা পাকা ঘরের টিন ও বেড়া পড়ে গেছে। এছাড়া উঠতি বোরো ধানের গাছ মাটির সাথে মিশে গেছে এবং জমিতে কাটা ধানের ওপর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ঝড়ে আম ও লিছু ঝরে গেছে।

    নড়াইল কৃষি সম্প্রসরণ অদিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম বলেছেন, প্রায় ৭০ ভাগ ফসল কৃষক ঘরে তুলতে সক্ষম হয়েছে। যদি আর কোনো দূর্যোগ না হয় এবং পানি টেনে যায় তাহলে বোরো ফসলের কোনো ক্ষতি হবে না ।