নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭এপ্রিল,নড়াইল প্রতিনিধিঃনড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে  র‌্যালী , রচনা প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠিান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সকাল সাড়ে ৯ টায় একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময়  জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.আবু ছায়েদ,জিপি অ্যাডঃ অচিন চত্রুবর্তী,নড়াইল প্রেসক্লাবের সভাপতি আ্যাডঃ আলমগীর সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, নারীনেত্রী আঞ্জমান আরা ।

    এ ছাড়াও মুক্তিযোদ্ধা,সাংবাদিক, সরকারি কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।