নড়াইলে এ বছর সুলতান পদক পেলেন চিত্র শিল্পী হাসেম খান

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১জানুয়ারী,নড়াইল  প্রতিনিধিঃ   হাজারো মানুষের মিলন মেলার মধ্যদিয়ে নড়াইলে আনুষ্ঠানিক ভাবে শেষ হল সুলতান মেলা । সমাপনি অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী ড. বীরেন সিকদার প্রধান অতিথি থেকে এ বছর সুলতান পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসেম খানের গলায় সুলতান পদক পড়িয়ে দেন।

    বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের   আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মে   জেলা প্রশাসক  মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে সমপনী দিনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও চেয়ারম্যান পল্লী স য় ব্যাংক মিহির কান্তি মজুমদার, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ  সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ বরুন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিদ্দিকুর রহমান, সুলতান  ফাউন্ডেশনের সদস্য সচিব  আশিকুর রহমান মিকু, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম , সিভিল সার্জন ডাঃ মুন্সি সাদ-উল্লাহ প্রমূখ।

    মেলায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মূল ভবনে ছিল  বিভিন্ন শিল্পীর চিত্র প্রদর্শণী, প্রতিদিন বিকালে সুলতান স্বরণে আলোচনা , এছাড়া এবার নড়াইলের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ,নিহার রঞ্জন গুপ্ত, কমল দাস গুপ্ত, জারী স¤্রাট মোসলেম উদ্দিন, কবিয়াল বিজয় সরকার এর সম্মানে আলোচনা হয়েছে । সন্ধ্যায় সাংকৃতিক অনুষ্টান। জেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিতা,নাটক,গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আগত সুলতানপ্রেমিদের মাতিয়ে রেখেছে। শিশু স্বর্গে প্রায় ২শ’ শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,  গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা , কুস্তি , ২০ জানুয়ারি ষাঁড়ের লড়াই ,শরীর চর্চা প্রদর্শনী ,  লাঠিখেলা , দড়িটানাটানি , হ্যান্ডবল,  কাবাডি,ভলিবল প্রতিযোগিতা অনুিিষ্ঠত হয় ।

    এছাড়া   প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, কবিগান  পরিবেশন করা হয়েছে। প্রতিদিন বিকাল থেকে নারী পুরুষ,শিশুসহ হাজারও মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠত। মেলায় অন্যবারের ন্যায় এবার বাইরের জেলার সুলতান প্রেমিদের উপস্থিতি বেশী ছিল। হরেক রকম পসরা সাজিয়ে মেলায় বসেছিল কমপক্ষে  অর্ধশত  স্টল । বিশ্ব বরণ্য চিত্র শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে সুলতান মেলা পালিত হয়ে আসছে।