নড়াইলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারী,সুজয় কুমার বকসীঃ আজ ২১ফেব্র“য়ারী ( শনিবার ) শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০১৫। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন, ভোরে প্রভাত ফেরী ও অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, এ ছাড়া দিনব্যাপী ছড়া, কবিতা,দেশের গান ও চিত্রাংকন, প্রতিযোগীতা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় লাখো প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচী।
    দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে নড়াইল জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, নড়াইল প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এসএ বাকি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।