নড়াইলে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

    0
    222

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪নভেম্বর,নড়াইল প্রতিনিধিঃনড়াইলে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসজিডি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা, লোকমান হোসেন মিয়া।

    জেলা প্রশাসক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায়, জেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীওগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রহমান, সরকারি কর্মকর্তা,কর্মচারি,রাজনীতিবিদ, আইনজীবি,জনপ্রতিনিধি ,ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী,ব্যক্তি উদ্যোক্তা সাংবাদিকসহ মোট ১ শত জন অংশ গ্রহন করে। কর্মশালায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসজিডি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ের উপর আলোচনা করা হয়।