নড়াইলে ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভিক্ষুক পূর্নবাসন পরিদর্শন

    0
    198

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৭এপ্রিল,নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভিক্ষুক পূনবাসন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ২৩ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১১ টায় নড়াইল পৌরসভার কুড়িরডোপ মাঠ এলাকায় তারা পরিদর্শন করেন। এসময় পুর্বে যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিলেন তারা কিভাবে এই পেশা থেকে সড়ে এসে স্বাবলম্বী হয়েছে এই বিষয়ে তাদের সাথে কথা বলেন।

    এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমান, ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডঃ আনিসুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্তিক দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারী মাস থেকে ভিক্ষুকমুক্ত নড়াইলের কার্যক্রম শুরু হয়। জেলায় ৭৯৮ জন ভিক্ষুক সনাক্ত করে তাদের বিভিন্নভাবে পুন:বাসিত করা হয়েছে।