নড়াইলে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯ডিসেম্বর,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে আমন চাল সংগ্রহ অভিযান ২০১৬-১৭ শুরু হয়েছে। সোমবার দুপুরে সদর  উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের আয়োজনে নড়াইল সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা  নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন।

    এ সময়  সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মইনুল ইসলাম, নড়াইল সদর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রবিউল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি শুভাশিষ বাগচি,  সাধারন সম্পাদক আঃ ম্ন্নান, রুপগঞ্জ বাজার শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক  শন্তু ঘোষ, ব্যাবসায়ি বাবুল সাহা, সদর খাদ্য গুদামের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, মিকাইল হোসেনসহ সাংবাদিক ও মিল মালিকগন উপস্থিত ছিলেন।

    ৬৩ জন মিল মালিকের কাছ থেকে জেলায় এ বছর মোট ৬ শত ১৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ২ শত ৯৯ মেঃ টন, লোহাগড়ায় ১ শত ৮৯ মেঃ টন, কালিয়া ১ শত ২৬ মেঃটন চাল সংগ্রহ করা হবে।