নড়াইলে আইনজীবী কর্তৃক পুলিশি হেফাজতে থাকা আসামি লাঞ্চিত

    0
    233

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে আইনজীবী কর্তৃক পুলিশি হেফাজতে থাকা সুমন নামে এক আসামিকে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি সুমন হোসেনের (সম্প্রতি মুসলাম ধর্ম গ্রহন করেছেন) বিরুদ্ধে আদালতে তার স্ত্রী শিপ্রা রায়ের যৌতুকের মামলা রয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে আসামি সুমনকে পুলিশ হেফাজতে আদালতে হাজির করা হয়। এ সময় সুমন শিপ্রা রায়ের আইনজীবী নজরুল ইসলামকে এ মামলাটি মিমাংসার প্রস্তাব দেয়। মামলাটি মিমাংসার প্রস্তাব দেয়ায় সেখানে উপস্থিত থাকা নজরুল ইসলামের জুনিয়ন খন্দকার সোহেলী পারভীন শিলি ক্ষিপ্ত হন। কিছুক্ষন পর আসামি সুমন পুলিশ হেফাজতে আইনজীবী ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দাড়িয়ে থাকা আইনজীবী খন্দকার সোহেলী পারভীন শিলি আসামিকে (সুমন) মুখে চড়-থাপ্পড় মারে।

    কোর্ট ইন্সপেক্টর মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পুলিশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ব্যাপারে অ্যাডঃ খন্দকার সোহেলী পারভীন শিলিকে তিন বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।