নড়াইলে অন্যকে বাচাতে গিয়ে প্রতিবন্ধী নির্জাতিত

    0
    252

    নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে শারীরিক প্রতিবন্ধী সঞ্জয় বিশ^াসের (৪০) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় বুধবার রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতের ভাই অজয় বিশ^াস জানান, সঞ্জয় বিশ^াস হোগলাডাঙ্গা বাজারে গতকাল সন্ধ্যায় এক খরিদ্দারের নিকট সার বিক্রি করছিলেন। এসময় ওই খরিদ্দারকে পাশ^বর্তী বালিয়াডাঙ্গা গ্রামের ইমরানসহ ৩/৪ জন দুষ্কৃতকারী মারধর করতে গেলে তিনি বাধা দেন।
    এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতকারীরা প্রতিবন্ধী সঞ্জয় বিশ^াসের ওপর হামলা চালিয়ে বেপরোয়াভাবে মারধর করে ফেলে রেখে যায়। পরে পাশ^বর্তী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
    সঞ্জয় হোগলাডাঙ্গা গ্রামের মনোরঞ্জন বিশ^াসের ছেলে। হামলার ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    বাশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘ কোন কারন ছাড়াই একজন নিরীহ সার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা নিন্দনীয়। হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি জানাই।’
    নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মহিউদ্দিন জানান, সঞ্জয় বিশ^াস নামে একজন রুগী বুধবার রাতে ভর্তি হয়েছে। চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে।
    নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।