নড়াইলকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরন

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মার্চ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করতে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে। দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং অমর্যাদা কর পেশা ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল জেলা প্রশাসন আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরন করেন প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

    নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০জন ভিক্ষুককে ১০টি করে হাঁস এবং নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়। পর্যায় ক্রমে জেলার অন্যান্য ভিক্ষুকদের কেউ বিভিন্ন উপকরণ প্রদান করা হবে।

    জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিদ্দিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।