নেপালে বিমান দুর্ঘটনায় সংসদীয় কমিটির সভপতির শোক

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মার্চঃ নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটের বিমানটি বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। লিখিত প্রেস বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

    উল্লেখ্য,নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

    আজ সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশের এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।