নূর হোসেনকে ভারতে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে তদন্ত কমিটি!

    2
    237

    আমারসিলেট24ডটকম,১৭জুনঃ বহুল সমালোচিত নারায়ণগঞ্জের ৭খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে দেশের প্রশাসনিক তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের পর আগামী ৯ জুলাই ৭খুনের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    আজ মঙ্গলবার সচিবালয়ে এ কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা এ তথ্য জানান।অতিরিক্ত সচিব বলেন,তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা না হলে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তা আছে। নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তাকে দেশেই জিজ্ঞাসাবাদ করা হবে।ভারতে গিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ওই দেশের সংশ্লিষ্ট দফতরের অনুমোদন লাগবে জানিয়ে শাজাহান বলেন,স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।
    তিনি বলেন,কেবল তো নূর হোসেন গ্রেফতার হয়েছেন। আমরা অপেক্ষা করছি কবে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। যদি শিগগিরেই তাকে দেশে ফিরিয়ে আনা না হয় সেক্ষেত্রে আমরা ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের চিন্তা করছি।
    তিনি আরও বলেন, ভারতে গিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এখনো কোন প্রকার আলোচনা হয়নি।