নির্মানাধিন বর্ডার হাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

    0
    517
    সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে নির্মানাধিন বর্ডার হাট পরিদর্শনে করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণ মূর্তি। তিনি রবিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়ন সীমান্তে শাহ আরেফিন মাজার সংলগ্ন শাহিদাবাদ এলাকায় পরিদর্শন করেন। এসময় সবাই তাকে ফুলের মালা পরিয়ে দেন। পরে শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময়  করেন।
    এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আসিফ ইমতিয়াজ,আরেফিন(রঃ)মাজার কমিটির সভাপতি ও বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন,জেলা আ,লীগের সদস্য,ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,আরেফিন (রঃ) মাজার কমিটির সাধারন সম্পাদক আলম সাব্বির,সুনামগঞ্জ বিজিবির সহকারী পরিচালক মাহবুবুর রহমান,লাউড়েরগড় বিওপির কমান্ডার হাবিবুর রহমান,বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমির হোসেন প্রমুখ।
    পরিদর্শন কালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণ মূর্তি বর্ডার হাট দ্রুত নির্মানের তাগিদ দেন দায়িত্বপ্রাপ্ত্যদের । এসময় তিনি আরো বলেন,এই হাট চালু হলে দু দেশের ব্যবসায়ীক সম্পর্ক আড়ো বাড়বে। দু দেশের মাঝে সেতু বন্ধ তৈরী হবে।