নির্বিচারে বাস-ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় পরিবহন মালিক শ্রমিকদের আগামীকাল সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

    0
    437

    নির্বিচারে বাস-ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বগুড়া পরিবহন মালিক শ্রমিক যৌথ সংগ্রাম পরিষদ আগামীকাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট ডেকেছে। গত সোমবার রাতে বগুড়া মোটর মালিক গ্রুপের কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় বক্তারা বলেন, হরতালের আগের দিন এভাবে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা ন্যক্কারজনক ঘটনা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
    বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় দফায় দফায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়িতে আগুন দিয়ে শ্রমিককে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটানো হচ্ছে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেশ কয়েকটি হরতালে এসব ঘটনা ঘটেছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকেরা চরম অসহায় হয়ে পড়েছেন।
    বৃহস্পতিবার ধর্মঘট শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।