নির্বিচারে গাছ কাটা নয় এটি একটি চা বাগানের দৃশ্য

    0
    196

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ফেব্রুয়ারীঃ না,এটা কোন বৃক্ষ নিধন কিংবা নির্বিচারে গাছ কাটার দৃশ্য নয়।চিত্রটি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙলের ভাড়াউড়া চা বাগানের একটি অংশের চিত্র।সবে মাত্র বিদায় নিল শীত।নব জাগরনের জোয়ার বইছে ফাল্গুনী বাতাসে।শীতের জড়াজীর্ণতাকে উদাও করে মনোরম এক প্রকৃতি নিয়ে হাজির হয়েছে ঋতুরাজ বসন্ত।
    বসন্তের আগমন ঘটতে না ঘটতেই ব্যাস্ত হয়ে পড়েছেন শ্রীমঙলের চা শ্রমিকরা।চা-গাছের পুরনো ও বয়স্ক পাতা ছাটাই করণের উপর্যুক্ত সময় এটি।আর তাইতো শ্রমিকরা খুব ব্যাস্ততার সাথে পার করছেন এই সময় টুকু।ফাল্গুন মাসে অর্থাৎ বসন্তের প্রথম দিকে চা-গাছের পুরনো পাতা কেটে ছাটাই করলে গাছে নতুন পাতার জন্ম নেয়।

    যা থেকে উন্নতমানের ও ভালো গুনাগুণ সম্পন্ন চা পাতা পাওয়া যায়।আর তাই তো ফাল্গুনি এই মহা দায়িত্বে ক্লান্তিহীন সময় পার করছেন শ্রীমঙলের চা শ্রমিকরা।