নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অবশ্যই কাজ করবঃযুক্তরাষ্ট্র

    0
    280

    আমারসিলেট24ডটকম,১৪জানুয়ারীঃ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মারি হার্ফ জানিয়েছেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অবশ্যই কাজ করব। তবে যেভাবে নির্বাচন হয়েছে, তাতে আমরা হতাশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান উপ-মুখপাত্র মারি হার্ফ।
    উপ-মুখপাত্র মারি হার্ফ বলেন, যেহেতু নতুন সংসদের প্রায় সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা নামেমাত্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছে, সেহেতু তাতে দেশের জনগণের মতামতের বিশ্বাসযোগ্য প্রতিফলন ঘটেনি বলেই আমরা মনে করি।বাংলাদেশ সরকারের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরে আরো স্পষ্ট করা হবে বলে জানান তিনি।
    উল্লেখ্য,গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে মোট ১২টি দল অংশ নেয় এবং ১৫৩ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয় ১৪৭টি আসনে। তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ ইতোমধ্যে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন  করেছে।