নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সেনাবাহিনী প্রয়োজনঃইসি

    0
    221

    আমার সিলেট  24 ডটকম,০৪নভেম্বরঃ আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন (ইসি)।আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদেরকে এ কথা জানান নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট নয়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে।নির্বাচন কমিশন যথাসময়ে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবে। নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে মোঃ শাহনেওয়াজ বলেন, নির্বাচনে তফসিল ঘোষণা নিয়ে তাড়াহুড়ো নেই। সময়মতো তফসিল ঘোষণা করা হবে। এখন শেষ মুহূর্তের কাজ করা হচ্ছে। নির্বাচন একটি মহাযজ্ঞ। কোনো কাজই ফেলে রাখা যাবে না।