নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারন্যাট ব্যবস্থা জোড়দার করার দাবি

    1
    265

    আমারসিলেট24ডটকম,অক্টোবরঃ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম মানুষের আরও দোড়গোড়ায় পৌঁছাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারন্যাট ব্যবস্থা জোড়দার করার দাবি জানিয়েছেন দক্ষিণ সুরমার জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটি ও

    ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)আয়োজিত ‘ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। এই সেবাকেন্দ্র এখন মানুষের ডিজিটাল সেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্র। এজন্য প্রত্যেক তথ্য সেবাকেন্দ্রের সেবার মান বাড়াতে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

    মঙ্গলবার দুপুরে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান সোহেল। স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটে ডাক এর স্টাফ রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ফোরামের সিলেট জেলা কমিটির সভাপতি দৈনিক সিলেটের ডাক এর সহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, এমএমসির মনিটরিং এন্ড রিসার্চ অফিসার তাজমুন নাহার লিজা, দৈনিক সিলেট সংলাপের নিউজ ইনচার্জ রেজাউল হক ডালিম, দৈনিক জালালাবাদের দক্ষিণ সুরমা প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান, জালালপুর ইউনিয়নের সচিব খায়রুল ইসলাম, দাউদপুর ইউনিয়নের সচিব আব্দুস সালাম, মোগলাবাজার ইউনিয়নের সচিব এখলাছুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম আহমদ, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা রুম্মান আহমদ, পাপুল আহমদ, জালালপুর তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিমল কান্তি পাল, দাউদপুর তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা রহিমা বেগম, মিজানুর রহমান প্রমুখ।